বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সম্পর্কের সমাপ্তি ঘটতে যাচ্ছে । শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে পরীমণি নিজেই এই ইঙ্গিত দেন ।
এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে ।’
সঙ্গে যোগ করেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই ।’
জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার আগে রাত সাড়ে ৮টার দিকে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমণি ।
বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন এই নায়িকা । পরীমণি বলেন, ‘এখনো আমাদের বিচ্ছেদ হয়নি । তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি । আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম । শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব ।’
আলাদা হয়ে যাওয়ারর বিষয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের সমস্যা হচ্ছিল । সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না । তার আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই । তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম । আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না ।’
তবে এ বিষয়ে এখনো অভিনেতা শরিফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ । মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন ।
চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা । একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি । এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন । গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply