সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
সংসার ভাঙছে রাজ-পরীমণির

সংসার ভাঙছে রাজ-পরীমণির

বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সম্পর্কের সমাপ্তি ঘটতে যাচ্ছে । শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে পরীমণি নিজেই এই ইঙ্গিত দেন ।

এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে ।’

সঙ্গে যোগ করেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই ।’

জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার আগে রাত সাড়ে ৮টার দিকে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমণি ।

বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন এই নায়িকা । পরীমণি বলেন, ‘এখনো আমাদের বিচ্ছেদ হয়নি । তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি । আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম । শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব ।’

আলাদা হয়ে যাওয়ারর বিষয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের সমস্যা হচ্ছিল । সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না । তার আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই । তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম । আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না ।’

তবে এ বিষয়ে এখনো  অভিনেতা শরিফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ । মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন ।

চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা । একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি । এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন । গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য ।

বাতায়ন২৪ডটকম//আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com