রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট:

সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মো. আব্দুস শহীদ এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

মঙ্গলবার (৯ মে) জাতীয় সংসদ ভবনে এমপির কার্যালয়ে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত। মৈত্রী গ্রুপের অন্যান্য সদস্য মো. হাবিবর রহমান এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মো. আব্দুল আজিজ এমপি এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

 

 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, পর্যটন, জ্বালানি সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মো. আব্দুস শহীদ বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মৈত্রী গ্রুপের মাধ্যমে উভয় দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এসময় তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের জনগণের জন্য নেপালের ভিসা সহজীকরণের অনুরোধ জানান।

 

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। দু’দেশের সম্পর্ককে সমস্যামুক্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। মৈত্রী গ্রুপের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও জানান তিনি।

 

সুত্রঃ ঢাকা পোস্ট

রিয়াদ/বাতায়ন২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com