স্টাফ করেসপন্ডেন্ট,ঠাকুরগাঁও।।বাতায়ন২৪ডটকম।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্বশুরবাড়ি থেকে রশিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
সোমবার ( ২ জানুয়ারি ) সন্ধ্যার দিকে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালাফ উদ্দীনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
মৃত রশিদুল পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুলুভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ।
ধনিবস্তী গ্রামের সালমান শাহ জানান, রোববার (১ জানুয়ারি) রাত ৯টার পর শ্বশুরবাড়িতে আসেন রশিদুল । রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন । ভোরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন । পরে পুলিশকে খবর দেওয়া হয় ।
মৃত রশিদুলের ভাই মাসুদ রানা বলেন, আমার ভাই দুই বছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন । এর আগেও দুইবার বাড়িতে বিষপান করেছিলেন । দ্রুত চিকিৎসা করানোয় বেঁচে যান । এরপরে তাকে চোখে চোখে রাখতো পরিবারের সবাই । শ্বশুরবাড়িতে এসে এমন ঘটনা ঘটাবে, তা কারও ধারণা ছিল না । ভাইয়ের মৃত্যু নিয়ে কোনোপক্ষের কোনো অভিযোগ নেই ।
বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেছে । মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply