রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্বশুরবাড়িতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু

শ্বশুরবাড়িতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত আব্দুল মালেক নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার বাসিন্দা এবং একই এলাকার আব্দুস সোবহান মাষ্টারের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শ্বশুর আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল মালেক । সোমবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইনে হাটছিলেন ।

এ সময় বুড়িমারী থেকে  লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয় । পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালককে মৃত ঘোষণা করেন ।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বাতায়ন২৪ডটকম/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com