স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাট সদরে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে । এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন, চালক হোসাইন আহমেদ (২৮) ও হেলপার আব্দুল সাদ্দাম (২২) । তারা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর থানা পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে ।
জানা গেছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগরে একটি পেট্রল পাম্পের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান । এসময় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু জাফর । তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে ।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই দুই মাদক কারবারিকে মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply