স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাটের কালিগঞ্জে তেঁতুল পাড়তে গিয়ে আয়নাল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত আয়নাল মিয়া গোপালরায় গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আয়নাল মিয়া । এ সময় গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি । পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
বিষয়টি নিশ্চিত করে কাকিনা ইউনিয়নের গোপালরায় (৪ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য আতাউজ্জামান রঞ্জ বলেন, হাসপাতাল থেকে রাতেই তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে ।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ওই ওয়ার্ডের এক ইউপি সদস্য বিষয়টি তাকে জানিয়েছেন ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply