সাজু মিয়া,কালীগঞ্জ।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় বন্যা-অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ০৩ নভেম্বর ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কাকিনা ইউনিয়ন পরিষদে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জগদীশচন্দ্র রায় ।
এ কর্মসূচির আওতায় কাকিনা ইউনিয়নের ১৫৫জন কৃষকের মধ্যে বিভিন্ন জাতের শাক ও সবজির বীজ বিতরণ করা হয় ।
বিনা মূল্যে বীজ পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ কৃষকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি রায়, নূরনবী সুমন, ইউপি সদস্য ইয়াকুব আলী ও ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ ।
বাতায়ন২৪ডটকম/আশা
Leave a Reply