স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সহপাঠিকে র্যাগিং, মারধোর এবং ক্রিকেট ব্যাট গলায় ঠেকিয়ে হত্যা চেস্টার অভিযোগ এনে এক ঘন্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে আট টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। পুলিশ এসে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় রিহান ও স্বপন নামের দুই যুবক প্রতিনিয়ত ক্যাম্পাসে ঢুকে সাধারণ ছাত্রদের র্যাগিংসহ মোবাইল, ম্যানিব্যাগ ছিনতাই করে আসছে। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয় নি। এরই মধ্যে সোমবার বিকেলে রিহান ক্যাম্পাসে ঢুকে সজিব নামের এক ছাত্র সালাম না দেয়ায় তাকে বেদম মারধোর করে এবং গলা ও বুকে ক্রিকেটের ব্যাট ঠেকিয়ে হত্যা চেস্টা করে। এ ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে তাদের সাথে যোগ দেয় মহানগর ছাত্রলীগও।
অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে আসেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমানসহ একদল পুলিশ। তারা শিক্ষার্থীদের সাথে প্রায় ১৫ মিনিট ধরে কথা বলেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে রিহানকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন।
ঘটনাস্থলে উপস্থিত রংপুর মহানগর ছাত্রলীগ সহ-সম্পাদক ইমন বাবু জানান, ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে।ক্যাম্পাসে যারা শিক্ষার্থীদের মারধোর করে, এরা সন্ত্রাসী। পুলিশ যদি ২৪ ঘন্টার মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের গ্রেফতার না করে। তাহলে সাধারণ শিক্ষা র্থীদের সাথে একাত্মবধ্য হয়ে আমরা আন্দোলনে যাবো।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা অবরোধ তুলে নিয়েছে। আমরা ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply