স্টাফ করেসপনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।
স্বেচ্ছাসেবি সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি’র প্রতিষ্ঠাতা, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সংগঠক এবং বহু সামাজিক কর্মকান্ডের উদ্যোক্তা মরহুম সরকার মাকসুদুল মান্নান রাফির (২৩) চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ (১৭ ফেব্রুয়ারী) শূক্রবার । দিনটি উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা এবং স্মৃতিচারণসহ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম সরকার মাকসুদুল মান্নান রাফি (২৩) গাইবান্ধার সুন্দরগঞ্জের কিসামত সদর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক উদ্যোক্তা মরহুম আব্দুস সাত্তার সরকারের কনিষ্ঠ পুত্র এবং যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক, দৈনিক পরিবেশের পরিকল্পনা ও বার্তা সম্পাদক, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের ছোট ভাই। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। পরিবারের ১১ ভাইবোনের মধ্যে রাফি ছিলেন সর্ব কনিষ্ঠ। মৃত্যুর সময় তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অনার্স দর্শন বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর কলেজ শাখার শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি পড়ালেখার পাশাপাশি ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠা করেছিলেন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি নামের একটি স্বচ্ছাসেবি সংগঠন। যার মাধ্যমে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায়, দু:স্থ মানুষের বিভিন্ন ধরণের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মানবকল্যানে সেবামুলক কাজ করেন আসছিলেন রাফি।
মরহুম রাফির রুহের মাগফেরাত কামনা আজ বাদ জুমআ গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কলের কুয়া জামে মসজিদ এবং শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বাদ আসর আব্দুল জলিল নুরারী হাফেজিয়া মাদরাসায় স্মরণ সভা এবং বাদ মাগরিব কিসামত সদর নিজ বাড়িতে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাতায়ন২৪ডটকম। সমামা
Leave a Reply