স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
বেদেপল্লিতে বেদে পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরন করেছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় রংপুরের দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদেপল্লির পলিথিনের ছাউনির ভেতরে বসবাসকারী বেদেদের হাতে কম্বল তুলে দেন তিনি ।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরে শীতের আগমন ঘটায় ছিন্নমূল মানুষরা কষ্টে দিনযাপন করছেন । তাদের পাশে এখনই দাঁড়ানোর সময় । এ রকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র দেওয়া হবে । এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান প্রমুখ ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানিয়েছে, এখন পর্যন্ত রংপুর জেলার জন্য ৫৫ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে । ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ৪৯০টি করে বিভিন্ন উপজেলায় ৩৮ হাজার ৭১০টি কম্বল বিতরণ করা হয়েছে । ১৬ হাজার ২৯০টি কম্বল রয়েছে সিটি কর্পোরেশন এলাকার জন্য ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply