শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন

রাতেই ম্যারাডোনাকে ছুঁতে যাচ্ছে মেসি

রাতেই ম্যারাডোনাকে ছুঁতে যাচ্ছে মেসি

স্পোর্টস।।বাতায়ন২৪ডটকম।।

আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে লিওনেল মেসিকে । রাতে মাঠে নামলেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক । মেক্সিকোর বিপক্ষে কাতার বিশ্বকাপে ম্যাচে একাদশে থাকলেই ছুঁয়ে ফেলবেন ডিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড ।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নামবে আর্জেন্টিনা । প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কোণঠাসা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ।

মেক্সিকোর বিপক্ষে জয় ছাড়া আর উপায় নেই আর্জেন্টিনার । তেমনই এক ম্যাচে সব ঠিক থাকলে মেসি ছুঁয়ে ফেলবেন তারই গুরু  ম্যারাডোনার একটি অনন্য রেকর্ড ।

লুসাইলে রাতের এই ম্যাচটি খেলার আগে স্বস্তির খবর; পুরোপুরি ফিট মেসি । দলটির কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন চোট নেই তার সেরা অস্ত্রের । মেসির মাঠে নামা নিয়েও নেই শঙ্কা । তাইতো বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার যে রেকর্ড একাই দখলে ছিল ম্যারাডোনার তা ছুঁয়ে ফেলবেন মেসি ।

মহা তারকা ম্যারাডোনা ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন । যেখানে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি খেলেন মোট ২১টি ম্যাচ । আর মেসি সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেন নিজের ২০তম ম্যাচ । সেই হিসাবে রাতে মেক্সিকোর বিপক্ষে খেললেই ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে । আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে নামলেই ছাড়িয়ে যাবেন যাকে আদর্শ মানেন সেই লিজেন্ডকে ।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লুথার ম্যাথাউসের । ২৫টি ম্যাচ খেলেছেন তিনি । সেই ভাঙতে হলে অবশ্য সেমি-ফাইনাল অব্দি যেতে হবে মেসিকে । তার আগে গ্রুপ পর্ব পেরোনোই চ্যালেঞ্জ তাদের ।

অবশ্য দল সৌদি আরবের কাছে হারলেও একটা রেকর্ড সেদিনই স্পর্শ করলেন মেসি । ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ডও তার দখলে । পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এই রেকর্ডের মালিক হয়েছেন ।

বাতায়ন২৪ডটকম/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com