স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান চালিয়ে কোমড়ের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ টি স্বর্নের বারসহ এক যুবকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ( ৭ জুন) দুপুরে সেখানকার শামলী-এসপি পরিববহনের একটি বাসে অভিযান চালায় তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত করেছে স্বর্ণ চোরাকারবারি সিন্ডিকেট।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেল পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল প্রেস ব্রিফিংয়ে জানান, আমাদের কাছে খবর ছিল ইয়াবার চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল বুধবার দুপুরে অভিযান চালায় নগরীর কামারপাড়া কোট স্ট্যান্ডের শ্যামলী-এসপি বাসে। এসময় ফয়সাল (৩০) নামের এক যাত্রীর দেহ তল্লাশী করে তার কোমড়ের বেল্টের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫০ ভরি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা ফয়সালকে। তার বাড়ি মুন্সিগঞ্জের দেওভোগ গ্রামে।স্বর্ণের দাম দেড় কোটি টাকার।
অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, পরে ফয়সালের নামে মামলা দিয়ে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। অধিদপ্তরের ধারণা স্বর্ণ চোরাকারবারীরা এখন রাজধানীর বাইরে সংঘবদ্ধ রুট তৈরি করেছে এবং তারা সক্রিয় হয়ে উঠেছে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply