বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন

রসিক মেয়র মোস্তফার পদত্যাগ,প্রজ্ঞাপন জারি

রসিক মেয়র মোস্তফার পদত্যাগ,প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মোস্তাফিজার রহমান মোস্তফা ।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পরে পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়,আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে মেয়র মোস্তাফিজার রহমান ২৩ নভেম্বর বিকেলে পদত্যাগ করেছেন এবং সরকার কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে ।

এরই মধ্যে মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন।

এর আগে ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লাখ ৬০ হাজার ৪শ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ৬২ হাজার ৪’শ ভোট পেয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com