বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম   মিঠাপুকুরে দু’মাসেও গ্রেফতার হয়নি অন্তঃসত্ত্বা সুমি কেরকেটা হত্যার মূল পরিকল্পনাকারী আদুরী টপ্য রংপুর মহানগরীর বস্তিগুলোর ৬৭ ভাগ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে
রসিক নির্বাচন: জামানত হারালেন আওয়ামীলীগ স্বতন্ত্রসহ ৭ মেয়র প্রার্থী

রসিক নির্বাচন: জামানত হারালেন আওয়ামীলীগ স্বতন্ত্রসহ ৭ মেয়র প্রার্থী

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াসহ ৭ মেয়র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা অনুযায়ী মোট প্রদদ্ব ভোটের আট ভাগের ১ ভাগ না পেলে তাকে জামানতের টাকা ফেরত দেয়া হবে না। কারণ তিনি জামানত হারিয়েছেন। তিনি জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর মধ্যে বিজয়ী এবং দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থী ছাড়াও অন্যান্য ৭ প্রার্থীই হারিয়েছেন জামানত। তারা আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পান নি। তিনি জানান,  এই নির্বাচনে জামানতের টাকা ফেরত পেতে হলে তাকে ৩৫ হাজার ১২৬ ভোট পেতে হবে। কিন্তু তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতিকের লতিফুর রহমান মিলন শর্ত অনুযায়ী কম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। অন্যদিকে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী শর্তের ১২ হাজার ৮১৫ ভোট কম পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ৩০৬ টি। অন্যদিকে পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ কংগ্রেসের আম প্রতীকের আবু রায়হান ভোট পেয়েছেন পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট। তিনিও  ২৪ হাজার ৫৭২ ভোট কম পেয়েছেন শর্তের। ৬ষ্ঠ অবস্থানে থাকা জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকের খোরশেদ আলম খোকন পেয়েছেন ৫ হাজার ৮০৯ ভোট। তিনি শর্তের থেকে ২৯ হাজার ৩১২ ভোট কমপেয়ে জামানত হারিয়েছেন। এছাড়াও সপ্তম অবস্থানে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। তিনিও জামানতের শর্তের চেয়ে ২৯ হাজার ৯৬৫ ভোট কম পেয়েছেন। এছাড়া অস্টম অবস্থানে থাকাখেলাফত মজলিশের দেওয়াল ঘড়ি প্রতিকের তৌহিদুর রহমান মন্ডল রাজু পেয়েছেন ২ হাজার ৮৬৪ ভোট। তিনি শর্ত অনুযায়ী কম ভোট পেয়েছেন ৩২ হাজার ২৫৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতিকের মেহেদী হাসান বনি ২ হাজার ৬৭৯ ভোট । তিনি ৩২ হাজার ৪৪২ ভোট কম পেয়ে জামানত হারিয়েছেন।

তিনি আরও জানান, সেকারণে এই ৭ মেয়র প্রার্থী কর্তৃক মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া জামানাতের টাকা ফেরত দেয়া হবে না। ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী লাঙ্গল প্রতিকের মোস্তাফিজার রহমান মোস্তফা এবং ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতিকের প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ হয়। বসানো হয় ১ হাজার ৮৮৭ টি সিসিটিভি ক্যামেরা। এবার নির্বাচনে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ টি আর নস্ট হয়েছে ১ হাজার ৩৬ টি। ৯ মেয়র প্রার্থী, ১৭৮ জন সাধারণ এবং ৬৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com