স্টাফ করেসপনডেন্ট, রংপুর
বাতায়ন২৪ডটকমঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ( ২৯ নভেম্বর) দুপুর পৌনেস তিনটায় টায় তিনি রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের হাতে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
বেলা পৌনে তিনটায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আসেন নির্বাচন কার্যালয়ে। এসময় তার সাথে ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মনোনয়নের জন্য আলোচনায় থাকা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মনোনয়ন প্রত্যাশী মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, আরেক মনোনয়ন প্রত্যাশী সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে তাদের নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন পত্র দাখিলের পর আওয়ামীলীগ প্রার্থী ডালিয়া সাংবাদিকদের বলেন, নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। একটি বৃহৎ দলে অনেকেই মনোনয়ন চাইতে পারে। সবাই নেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। আমার সাথে মনোনয়ন দাখিল করতে এসেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ। উন্নয়নের জন্য অবশ্যই রংপুর বাসি নৌকায় ভোট দিবে। এবং নৌকা বিজয়ের মাধ্যমে এই সিটিতে উন্নয়ন তরান্বিত হবে।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply