স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহনের ফলাফলে আওয়ামীলীগের কোতয়ালী থানা সাধারণ সম্পাদক
মো. শাহাজাদা আরমান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২৭ ডিসেম্বরের নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়ায় এখানে রোববার পূনরায় সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন হয়।
রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, সকাল সাড়ে ৮ টা থেকে ৭ টি কেন্দ্রের ৪৪ টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় কোন ধরণের ঝামেলা ছাড়াই। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করেন। ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঠেলাগাড়ি প্রতীকে শাহাজাদা আরমান। তিনি পেয়েছেন ৪ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৪ ভোট।
তিনি জানান, এই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জনের মধ্যে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৮ শতাংশ।
প্রসঙ্গত: ২৭ বছর ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু সমান ৩ হাজার ১৯৭ ভোট পান। এছাড়া আরেক প্রার্থী এম. এ রাজ্জাক মণ্ডল পেয়েছিলেন এক হাজার ৮৯২ ভোট ওইদিন রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোট দেন ভোটাররা। এতে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট ১ হাজার ৩৬টি। ভোট পড়েছিল ২ লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।এবার মেয়র পদে রেকর্ড ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।গত ৯ জানুয়ারি মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়। জামানত বাজেয়াপ্তের ঘটনায় রংপুর মহানগন ও জেলা আওয়ামীলীগের কেমিটি ভেঙ্গে দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply