বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
রসিক নির্বাচনঃ স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে কম খরচায় সাধারণ শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করবোঃ মোস্তফা

রসিক নির্বাচনঃ স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে কম খরচায় সাধারণ শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করবোঃ মোস্তফা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

নির্বাচনী প্রচারণার ৭ম দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং সমর্থকদের প্রচারণায় সরব  রংপুর সিটি করপোরেশনের প্রতিটি পাড়া মহল্লা। চলছে গণসংযোগ, পথসভাসহ নানা ধরণের প্রচারণা। এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, মাত্র ১৫ টাকা বেতনে সিটি করপোরেশনের চারটি স্কুলে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পান এখন। এবার নির্বাচিত হলে সিটি করপোরেশনের উদ্যোগে স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কম খরচায় সাধারণ শিক্ষার্থীদের মানসম্মত পড়ালেখা নিশ্চিত করবো। যাতে তারা প্রকৌশলী, চিকিৎসকসহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পায়।

বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বেলা সাড়ে ১১ টা থেকে প্রচারণা শুরু করেন। এরপর তিনি নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, সুপার মার্কেট, সিটি বাজার, নগর ভবনের সামন থেকে পাবলিক লাইব্রেরীমাঠসহ নগরীর মূল এলাকায় গনসংযোগ করেন। এছাড়াও নগরীর ডুগডুগির মোড়, চরড়ার হাট, নিউ জুম্মাপাড়া, রবার্টসেন গঞ্জ পানির ট্যাংকি এলাকায় পথসভা করেন। এসময় তার সাথে ছিলেন  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসীর, যুগ্ম আহবায়ক হাজি আব্দুর রাজ্জাক, লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম, শাহীন হোসেন জাকির, ইয়াসিন আরাফাত আসিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মোস্তফা বলেন, বিগত ৫ বছরে তিনি সিটি করপোরেশন পরিচালিত ৪ টি স্কুলে মাত্র ১৫ টাকা মাসিক বেতনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছেন। এছাড়াও প্রায় দরিদ্র শিক্ষার্থীদের অর্ধকোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন। যা দিয়ে পড়াশুনার খরচ চালিয়ে অনেক শিক্ষার্থী দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিচ্ছে।

সাবেক এই মেয়র বলেন, নগরীতে সিটি করপোশেন ও সরকারি বাদে যে সব শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেগুলোতে সাধারণ মানুষের সন্তানরা লেখাপড়ার সুযোগ পান না। সেকারণে এবার নির্বাচিত হলে আমি একটি মানসম্মত স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করবো। যেখানে কম খরচায় সাধারণ মানুষের সন্তানরা মানসম্মত পড়ালেখা করতে পারবে। অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বড় বড় মেডিক্যালসহ বড়বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবে। এরমাধ্যমে নগরীর প্রান্তিক মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার দ্বার উম্মোচিত হবে।

এছাড়াও এই নির্বাচনে জাসদ, আওয়ামীলীগ ছাড়াও জাকের পার্টি ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।  আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং  সাধারণ কাউন্সিলরে  ১৭৯ প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন।

 

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com