স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর সিটি করপোরেশনের তৃতীয় দিনের প্রচারণা আরও জমে উঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তিলোত্তমা নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
রোববার (১১ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, সিটি বাজার ও গুদরি বাজারে গনসংযোগ করেছেন আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতিকের হোসনে আরা লুৎফা ডালিয়া। এসময় তার সাথে মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তিমন্ডলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে ডালিয়া তার ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করার উল্লেখ করে বলেন, স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে তার সাথে অন্যান্য যে উন্নয়ন আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সেগুলো বাস্তবায়ন করবো। এভাবে বাজেটে বরাদ্দ দিয়ে রংপুরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন। আমি সেই লক্ষেই কাজ করছি। বিজয়ী হয়ে সেই কাংখিত উন্নয়ন আমি করবো।
এছাড়াও এই নির্বাচনে জাসদ, জাকের পার্টি ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রসেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন। আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং সাধারণ কাউন্সিলরে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ ডিসেম্বর হবে ভোট।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র আরও জানিয়েছে, এবার ভোটার ও কেন্দ্র সংখ্যা বেড়েছে। গতবছর ১৯৩ টি কেন্দ্র থাকলেও ৩৬ টি বেড়ে কেন্দ্র সংখ্যা হয়েছে ২২৯টি। এছাড়াও এবার স্থায়ী ভোট কক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯ টি এবং অস্থায়ী ভোট কক্ষ আছে ১৯৩ টি। গত ২০১৭ সালের নির্বাচনের ভোটার সংখ্যার তুলনায় এবার ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। গত বছর ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার থাকলেও এবার ভোটার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এরমধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং মহিলা ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply