স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।
বাতায়ন২৪ডটকম।। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পক্খে কাজ করার অঙ্গিকার করলেন অন্য মনোনয়ন প্রত্যাশীরা। শুক্রবার (২৫ নভেম্বব) সন্ধায় রংপুর মহানগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে মোড়ে এই অঙ্গিকার করেন তারা।
সন্ধার কিছুক্ষণ আগে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ঢাকা থেকে রংপুর আসলে তাকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে প্রার্থীকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তারা। এসময় দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু এবং মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ডালিয়াকে বরণ করে নেন।
পরে এ্যডভোকেট রাজু বলেন, আওয়ামীলীগ রংপুওে একটি বিশাল সংগঠন। তাদের অনেকেই প্রত্যাশিতভাবে মনোনয়ন চেয়েছিলেন, দলীয় মনোনয়ন পত্র তুলেছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার বিজ্ঞ চিন্তা ভাবনা দিয়ে, সব কিছু বিচার বিশ্লেষন করে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার লক্ষেম বিজয় ছিনিয়ে আনার লক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়াকে মনোনয়ন দিয়েছেন। তিনি তৃণমুল থেকে উঠে আসা নেত্রী। তার হাত ধরে রংপুর জেলা আওয়ামীলীগ এখন সম্মৃদ্ধ। আমরা রংপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। আশা করি রংপুর বাসি নৌকার মার্কার প্রার্থীকে ভোট দিবেন। আর যারা মনোনয়নের জন্য চেস্টা করেছিলেন, তারা সবাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তারা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন।
সেখানে উপস্থিত অপর মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামীলীগের সাধারনণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, স্বাধীনতার ৫১ বছরের মধ্যে ৪৭ বছর রংপুর নৌকার বাইরে ছিল। জাতীয় পার্টিও সরকার ছিলেন, বিএনপির সরকার ছিলেন। কিন্তু তারা রংপুরের মানুষের কোন উন্নয়ন করেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগ করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, মেট্রোপলিটন করছেন, ^য় টি থানা করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া আপাকে রংপুরের সকল জনগন ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি বলেন মহানগর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগসহ সকল অ্গং ও সহযোগি সংগঠন আমরা ডালিয়া আপার পক্ষে আছি। নেত্রীর সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যেতে পারি না। যাবো না। সবাই মিলে আমরা ঐক্যবদ্বভাবে তার পক্ষে কাজ করবো।
নৌকা মার্কার প্রার্থী হোসেন আর লুৎফা ডালিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন নিয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মহানগর আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন, রংপুরবাসি, মিডিয়া কর্মীসবাইকে নিয়ে আমি ফুল দিয়েছি। আমি রংপুর বাসির প্রতি বলতে চাই, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার লক্ষে যে জাগ্রত অবস্থা এখন চলছে। সেই হিসেবে আমাকে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিবেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী বলেছেন রংপুরের সব সমস্যার সমাধান করে দিবো। রংপুরবাসিকে উজার করে উন্নয়ন দিবো। রংপুর বিভাগকে একটি সম্মৃদ্ধ বিভাগ বানাবো। নিশ্চয় রংপুরের মানুষ আর ভুল করবে না। নৌকায় ভোট দিবেন। সবাই আমার সাথে থাকবেন। শেখ হাসিনার নৌকা মার্কার পক্ষে থাকবেন। পরে তিনি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বক্তব্য দিয়ে সবার সহযোগিতা কামনা করেন। বলেন আওয়ামীলীগের মধ্যে কোন বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ আছে নৌকার পক্ষে।
তবে সেখানে উপস্থিত ছিলেন না অপর মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক শ্রম সম্পাদক এম এ মজিদ এবং সেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর জামান বাবু। গত বুধবার প্রধানমন্ত্রী প্রচারণা ও আলোচনায় না থাকা ডালিয়াকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। বৃহস্পতিবার তার পক্ষে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে মনোনয়ন ফরম তোলা হয়েছে নির্বাচন অফিস থেকে।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply