স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
প্রচারণার ৫ম দিনে মঙ্গলবার আরও জমজমাট হয়ে উঠেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট। আওয়ামীলীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া প্রতিশ্রতি দিয়েছেন নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে আওয়ামীলীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া গনসংযোগ করেছেন নগরীর জম চওড়া, চওড়ারহাট, ময়নাকুঠি ও সামরার হাটে। এছাড়াও লালবাগ, এসআর স্কুল, দর্শনা, ফতেহপুরে পথসভায় বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন মহানগর সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ নেতাকর্মীরা।
এসময় ডালিয়া বলেন, বেজ্ঞানিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা করা হবে। সেখান থেকে গ্যাস, বিদ্যুৎ উৎপাদন করে কলকারখানা ও মানুষের জ্বালানির প্রয়োজন মেটাবো। এছাড়াও কৃষি ব্যবস্থার জন্য জৈব সার, গ্যাস উৎপাদন করে ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিবো।
এছাড়াও এই নির্বাচনে জাসদ, জাকের পাটির্, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রসেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন। আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং সাধারণ কাউন্সিলরে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ ডিসেম্বর হবে ভোট। ডালিয়া আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরসদস্য এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply