স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনেৎ ১২তম দিনের মতো মঙ্গলবারে প্রচারণা প্রচারণা চালিয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠে জাতীয় পার্টির প্রচার-প্রচারণা জোয়ার বইলেও আওয়ামীলীগের প্রচারণ-প্রচারণায় এষনও রয়েছে ভাটা।মঙ্গলবার প্রচারণা কালে লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, মেয়র থাকাকালীন সময়ে ১০ টাকার দুর্ণীতিও কেউ বের করতে পারেনি, সামনে আসলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, সব সমস্যা নোট করে রাখছি। নির্বাচিত হলে সমাধান করবো।
মঙ্গলবার ( ২০ ডিসেম্বর) ছিল রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ১২তম দিন। আাগামী ২৫ ডিসেম্বও রাত ১২ টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে প্রচার প্রচারণা কার্যক্রম। মঙ্গলবার সকাল ১১ টা থেকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর স্টেশন বাজার, ঘোড়াপীর মাজার, বাবু পাড়া রেলগেট,, চশবাজার, কামারের মোড়, পার্ক মোড়, হাজিপাড়াসহ বিভিন্ন এলাকায় গুসংযোগ করেন। এছাড়াও তিনি সন্ধার পর থেকেশাললবন মিস্ত্রিপপাড়া মোড়, সিগারেরট কোম্পানী, হাজীর বাজারসহ বিভিন্ন এলাকায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসীর, যুগ্ম আহবায়ক হাজী আব্দুর রাজ্জাক, লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম, শাহীন হোসেন জাকির, ইয়াসিন আরাফাত আসিফসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা গেছে ১২ তম দিনে মোস্তফার প্রচারণায় আররও নতুন মাত্রা-উদ্দীপনা তৈরির হয়েছে। গণসংযোগগুলোতে জাতীয় পার্টির নেতাকর্মীরা ছাড়াও শত শত সাধারণ ভোটাররাও যোগ দিয়েছেন। প্রতিটি শ্রেণিপেশার মানুষ গণসংযোগের সময় অধির আগ্রহ নিয়ে মোস্তফার সাথে কুশল বিনিময় করেছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফাকেও দেখা গেছে গণসংযোগকালে হাসির ঝলক। এয়াড়াও পথসভাগুলো জনসভায় পরিনতক হয়েছে। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীও অংশ নিয়েছেন পথসভাগুলোতে।
গণসংযোগকালে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, দূর্নীতির বিরুদ্ধে সব সময় আমার জিরো টলারেন্স। আমি রংপুর সিটি করপোরেশনের ৫ বছর থাকাকালীন সময়ে কোন সংস্থা, কোন ব্যক্তি ১০টি টাকার দুর্নীতি বের করতে পারে নাই। এবং আগামী দিনেও আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে এই ধারা অব্যাহত থাকবে। দুর্নীতির সাথে আমার কোন আপোষ নেই। দুর্ণীতির সাথে দুই পক্ষ জড়িত। তেকান পক্ষ ছাড় পাবে না। তিনি বলেন, এমনকি আমিও যদি দুর্ণীতি করি, আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও আমার কোন আপত্তি থাকবে না। আমার কাছে যদি রিপোর্ট আসে সিটি করপোরেশন কোন কর্মকর্তা, কর্মচারী দুর্ণীতির সাথে জড়িত। তাহলে আই ইউল টেক একশন হিম।
২০১৭ সালে নৌকার প্রার্থীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে মেয়র হয়েছিলেন লাঙ্গল প্রতিকের মোস্তাফিজার রহমান মোস্তফা। এবারও তিনি লাঙ্গল প্রতিকের প্রার্থী। প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের হোসনে আরা লুৎফা ডালিয়া। এবার দেড় থেকে ২ লাখ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীকে হারানোর প্রত্যাশা তার।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply