শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

রসিক নির্বাচনঃ জনবল কাঠামো অনুমোদিত হয়েছে, স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সিটির কাজে গতিশীলতা আনা হবে: মোস্তফা

রসিক নির্বাচনঃ জনবল কাঠামো অনুমোদিত হয়েছে, স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সিটির কাজে গতিশীলতা আনা হবে: মোস্তফা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার ৬ষ্ঠ দিনে বুধবার অলিগলি পাড়া মহল্লা ছিল সরগরম। প্রার্থী সমর্থকদের গণসংযোগ, পথ সভায় সরব সব এলাকা। এই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বি সাবেক মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ১০ বছর বয়সি সিটি করপোরেশন এখনও চলছে পৌরসভার জনবল কাঠামো দিয়ে। তার সময়ের শেষের দিকে সিটির জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। তিনি নির্বাচিত হলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে কাজে গতিশীলতা আনা হবে।

আগামী ২৭ ডিসেম্ববর অনুষ্ঠিত হবে রংপুর সিটির ভোট। এই নির্বাচনে হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে নগরীর মীরগঞ্জ, গণসংযোগ করেন। এছাড়াও মনোহরপুরপ, পার্বতিপুর, মোসলেম উদ্দিন স্কুল সাতমাথায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।  এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসীর, যুগ্ম আহবায়ক হাজি আব্দুর রাজ্জাক, লোকমান হোসেনসহ বিপুল পরির্মান কর্মী ও সমর্থক। এসময় তিনি জনে জনে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গনসংযোগ ও পথসভায় জাপা প্রার্থী মোস্তফা বলেছেন, সাবেক পৌরসভার সেটআপ জনবল দিয়ে চলছে রংপুর সিটি করপোরেশন। সেকারণে স্কিল জনবল আমাদের সিটি করপোরেশনে নাই। সেকারণে টোটাল কাজ চাহিদা অনুযায়ী করা সম্ভব হয় নি গত ৫ বছরে। কারো ওপর ভরসা করে কাজ করতে পারি নাই। সব কাজ আমি মেয়র হিসেবে হ্যান্ডেল করতে হয়েছে, তদারকি করতে হয়েছে।

মেয়র বলেন, সিটির প্রথম মেয়রের সময় জনবল কাঠামোর প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু তখন পাশ হয়নি। আমি আসার পর আবার আমরা জনবল কাঠামো পাশের জন্য চেস্টা করেছি। মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিষয়ে হালনাগাত করে ফাইল পাঠানো হয়েছে। আমরা সেগুলো আবার হালনাগাত তথ্য দিয়ে দিয়েছি। আমার সময়ে শেষের দিকে এসে জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। কিন্তু আমি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারিনি।

মোস্তফা বলেন, এবার নির্বাচিত হলে আমার প্রথম জনবল কাঠামোর বাস্তবায়ন। স্বচ্ছ নিয়োগ বোর্ড, স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্কিল জনবল নিয়োগের মাধ্যমে আমি কাজ শুরু করবো। স্কিল লোক নিয়োগ করার মাধ্যমে সিটির উন্নয়নসহ অন্যান্য কাজ এবং একাউন্সে যোগ্য লোকজন আসবে এবং তারা স্বচ্ছতার মাধ্যমে কাজ করবে। এতে রংপুর সিটির সব কাজ তরান্বিত হবে।

এছাড়াও এই নির্বাচনে তার সাথে আরও লড়ছেন আওয়ামীলীগ, জাসদ, জাকের পার্টি ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী । তারাও নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।  আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং  সাধারণ কাউন্সিলরে  ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১৭ সালে রংপুর সিটির প্রথম মেয়র আওয়ামীলীগ মনোনিত প্রয়াত সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় মেয়র নির্বাচিত হয়েছিলেন লাঙ্গল প্রতিকের মোস্তাফিজার রহমান মোস্তফা। এবারও তিনি জাতীয় পার্টির প্রার্থী।  ##

 

বাতায়ন২৪ডটকম।।সমামা

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com