স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
নির্বাচনী প্রচারণার ৭ম দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং সমর্থকদের প্রচারণায় সরব রংপুর সিটি করপোরেশনের প্রতিটি পাড়া মহল্লা। চলছে গণসংযোগ, পথসভাসহ নানা ধরণের প্রচারণা। আওয়ামীলীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, তিনি নির্বাচিত হলে সরকারের সাথে আলোচনা করে সরকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করবেন।
বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) আওয়ামীলীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া দুপুর ১২ টা থেকে গনসংযোগ করেছেন নগরীর মাহিগঞ্জ, এরশাদ মোড়, ডিমলা,কালিবাড়ি, ফতেহপুর, কলাবাড়ি এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন মহানগর সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ নেতাকর্মীরা।
অন্যদিকে আওয়ামীলীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া দুপুর ১২ টা থেকে গনসংযোগ করেছেন নগরীর বেতপট্রি, গুদরি বাজার, সুপার মার্কেটসহ বিভিন্ন এলাকায়। এছাড়াও তিনি নিসবেতগঞ্জ, টার্মিনাল, বড়বাড়ি,গনেশপুর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসময় তার সাথে ছিলেন মহানগর সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ নেতাকর্মীরা।
গনসংযোগকালে ডালিয়া বলেন, রংপুরে মাত্র ২ টি সরকারি হাইস্কুল এবং ৩ টি সরকারী কলেজ ও ১ টি বিশ্ববিদ্যালয়।। আমি নির্বাচিত হলে রংপুরে আরও ৬ টি করে সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং ও সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করবো। সরকারের সাথে যোগাযোগ করে এসব করবো। যেহেতু শেখ হাসিনা এখানে বিভাগ, করপোরেশন বিশ্ববিদ্যালয়, মেট্রোপুলিশ দিয়েছেন। সেকারণে আমি নির্বাচিত হলে তিনি এসব দিবেন বলে আমি মনে করি।
এছাড়াও এই নির্বাচনে জাতীয় পার্টি জাসদ, জাকের পার্টি ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন। আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং সাধারণ কাউন্সিলরে ১৭৯ প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। ##
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply