রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রসিক নির্বাচনঃ আমি সিটির এক ইঞ্চি জমিও ক্ষতি করিনি, উদ্ধার করেছি,করবোঃ মোস্তফা

রসিক নির্বাচনঃ আমি সিটির এক ইঞ্চি জমিও ক্ষতি করিনি, উদ্ধার করেছি,করবোঃ মোস্তফা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর সিটি করপোরেশনের তৃতীয় দিনের প্রচারণা আরও জমে উঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। গনসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী বলেছেন, আমার আমলে আমি সিটির এক ইঞ্চি  জমিও ক্ষতি করিনি, উদ্ধার করেছি, আবারও নির্বাচিত হলে বেহাত সব সম্পদ আমি উদ্ধার করবো।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর হাজিরহাট. মুচিরমোড়, মনোহর বাজার, শুকান চকি, হাসনা বাজার কেল্লাবন্দসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এই নির্বাচনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসীর, যুগ্ম আহবায়ক হাজি আব্দুর রাজ্জাক, লোকমান হোসেনসহ সমর্থক, নেতাকর্মীরা। এছাড়াও তিনি নগরীর ২৯ নং ওয়ার্ডের মাহিগঞ্জ বাজার মোড়, ৩২ নং ওয়ার্ডের মীরগঞ্জ বাজার, ৯ নং ওয়ার্ডের চিলমন বাজার এবং ২৫ নং ওয়ার্ডের  আরসিসিআই স্কুল মোড়ে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তফা বলেন,  গত ৫ বছরে মেয়র থাকাকালীন সময়ে কলাবাড়িতে সাড়ে ১৩ একর ৪০ শতক জমি ৮০ বছর থেকে বেদখল ছিল।  মানুষ অবৈধভাবে দখল করে আবাদ করে খাইতো। আমি সেই জায়গাটি উদ্ধার করে আমি কাটাতারের বেরিকেড দিয়েছি। সেখানে এখন ময়লার ময়লার ডাম্পিং স্টেশন তৈরি করেছি। এছাড়াও অনেকেই রাস্তার জায়গা দখল করেছিল। যেমন ভাঙ্গা মসজিদের গলি। সেটা ৮০ বছর থেকে একটি হোমিও প্রতিষ্ঠান দখল করেছিল, আমি সেটা উদ্ধার করেছি। নগরীল চিকলীপার্কের প্রায় দখল করে মানুষ বাড়িঘর করেছিল। আমি সেটি উদ্ধার করে মাটি ভরাটের মাধ্যমে পার্কের ব্যবস্থা করেছি। তিনি বলেন, ৭ টি ইউনিয়ন পরিষদ ভবন বিভিন্নভাবে মানুষ দখল করে বসবাস করছিল সেগুলো উদ্ধার করে আমি বাউন্ডারী ওয়াল দিয়ে দখলে নিয়েছি। এছাড়াও লালকুঠি এলাকা দখল মুক্ত করে সেখানে প্রশস্ত রাস্তা তৈরি করেছি।

তিনি বলেন, রংপুর সিটি মেয়র থাকাকালীন সময়ে আমি এক ইঞ্চি জায়গার কোন ক্ষতি করি নাই। বিক্রি করি নাই। কিন্তু  এর আগে যারা ছিলেন তারা বহু সম্পদ বিক্রি করেছেন। অনেকেই গলি পর্যন্ত বিক্রি করে চলে গেছেন। এখন রংপুর সিটি করপোরেশনে বিক্রি করার কোন সম্পদ নাই। উদ্ধার করার অনেক সম্পদ বাকি আছে। সেই প্রক্রিয়া আমি চলমান রেখে এসেছি। ৫টি মামলা করেছি। এই মামলায় ফলাফল আসলে অনেক সম্পদ উদ্ধার হবে। তিনি বলেন, আল্লাহর  রহমতে এবং মানুষের ভালোবাসায় যদি আমি আবারও মেয়র হই, তাহলে আমি সিটি করপোরেশনের সকল বেহাত সম্পদ উদ্ধার করে সেগুলো  নাগরিক সেবায় কাজে লাগাবো।

এছাড়াও এই নির্বাচনে জাসদ, জাকের পার্টি ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রসেস মনোনিত এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।  আর সংরক্ষিত কাউন্সিলরে ৬৭ এবং  সাধারণ কাউন্সিলরে  ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ ডিসেম্বর হবে ভোট।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র আরও জানিয়েছে, এবার ভোটার ও কেন্দ্র সংখ্যা বেড়েছে। গতবছর ১৯৩ টি কেন্দ্র থাকলেও ৩৬ টি বেড়ে কেন্দ্র সংখ্যা হয়েছে ২২৯টি। এছাড়াও এবার স্থায়ী ভোট কক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯ টি এবং অস্থায়ী ভোট কক্ষ আছে ১৯৩ টি। গত ২০১৭ সালের নির্বাচনের ভোটার সংখ্যার তুলনায় এবার ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। গত বছর ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার থাকলেও এবার ভোটার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এরমধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং মহিলা ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com