স্টাফ করেসপনডেন্ট, রংপুরল।। বাতায়ন২৪ডটকম।।
গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে কনসিডার করার কথা ভাবা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস আসলে তার আগেই হুমরি খেয়ে একসাথে সব মাল কিনলে স্বাভাবিকভাবেই এর প্রভাব সাপ্লাইয়ের ওপর পড়ে। সেকারণে আসন্ন রমজান মাস উপলক্ষে একসাথে বেশি করে পণ্য ক্রয় না করার আহবান জানিয়েছেন তিনি।
রোববার ( ২২ জানুয়ারী) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব টিটু এবং জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, গত বছর রমজানের আগে ব্যবসায়িদের সাথে কথা বলেছিলাম পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে। কিন্তু তারা সিনসিয়ারলি সেকথা রাখেন নি। এবারও তাদের সাথে বসবো। তবে এবার মজুদদারিদতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কি ব্যবস্থা নিবো সেটা আগে বললে ব্যবসায়িরা চালাক হবে। তাই সেটা বলছি না।
মিডিয়ার মাধ্যমে দেশবাসিকে আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ তবে একটা অনুরোধ আপনাদের মাধ্যমে ভোক্তাদের বলবো, যেন একসাথে সব মাল না কেনেন। রমজান মাস শুরু হওয়ার আগেই হুমড়ি খেয়ে বাজারের সব মাল একসাথে কিনলে স্বাভাবিকভাবেই তা সাপ্লাইয়ের ওপর প্রেসার পরে। যদি স্বাভাবিকত্ব বজায় রাখা যায়, তাহলে চাপ হবে না।
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, গ্যাসের দাম পড়লেই নরমানি ইন্ডাস্ট্রিতে তার প্রভাব পড়বেই। তবে বহু লোকসান দিয়েই তো গ্যাস দেয়া হচ্ছে। সাবসিটি দিয়ে। সেটা উইথড্রো করা হচ্ছে। তবে সরকার আলোচনা করছে বিষয়টা দেখবে। যেটা বাড়ানো হয়েছে সেটা থাকবে নাকি কিছু কনসিডার করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে গ্যাসের সাথে সম্পৃক্ত কিছু আইটেমের ওপর স্বাভাবিকভাবেই দাম বাড়বে। কিন্তু গ্যাসে তো বহুকাল ধরে সাবসিটি দিয়ে সরকার লোকসান দিচ্ছে। সাবসিটির যে টাকা সেটা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। সেই দিক বিবেচনা করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, অনেক ভালো খবর আছে। ডিসেম্বর মাসে পোশাক খাতে আমাদের ৪০ বছরের মধ্যে সর্বকালের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
রংপুর জেলা ও মহানগন আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে দেয়া সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন, ওটার সাথে আমি জড়িত নই। তবে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। এখন সবাই মিলে সংগঠনে গতিশীলতা আনবেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply