সেলিম সরকার স্টাফ করেসপন্ডেন্ট:
পবিত্র মাহে রমজানে অধিক মুনাফার আশায় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট না দেওয়ার আহবান জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সোমবার (২০ মার্চ) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের হলরুমে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন জানান, রংপুরের ব্যবসায়ীরা স্বল্প মুনাফায় এবারের পবিত্র রমজানে পণ্য বিক্রয় করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবে এমনটা হলে রংপুরের ব্যবসায়ীরা সারাদেশের মধ্যে অনুকরণীয় হবেন। ব্যবসায়ীরা সমাজ ও দেশ উন্নয়নে একটি বড় অংশ। ব্যবসায়ীদের ভালোমন্দ জেলা প্রশাসক হিসেবে দেখার আছে, তেমনি সাধারণ মানুষের ভালোমন্দ দেখতে হবে। ব্যবসায়ীদের কোনভাবেই আমরা হয়রানী করতে চাই না। তবে জনগণের জন্য পণ্য সহনীয় রাখতে আমাদের বিষয়গুলো দেখভাল করতে হয় নিয়মিত। এসময় তিনি ব্যবসায়ীদের প্রতিপক্ষ না ভাবার কথাও বলেন।
মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসলাম আজাদ, পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা, পরিচালক আকবর আলী, বেকারী মালিক সমিতি ও রেস্তোরাঁ মালিক সমিতি রংপুরের সভাপতি নুরুল ইসলাম মুন্না, রেস্তোরাঁ মালিক সমিতি রংপুরের সাধারণ সম্পাদক সোহেলসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতা, সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
#বাতায়ন/ রিয়াদ
Leave a Reply