স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম।।
রংপুরঃ রংপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন জাবেদ আলী (৬১) নামের এক ব্যক্তি। মঙ্গলবার ( ১ নভেম্বর) সন্ধা সোয়া ৭ টায় প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটেছে।
রংপুর রেলওয়ে পুলিশের এসআই মোস্তফা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমাড়ী গামী লোকাল ট্রেন রংপুর স্টেশনে প্রবেশ করার পর প্লাট ফর্মের কাছেই আবেদ আলী হঠাৎ লাইনের দিকে যান। সেখানেই তিনি মারা যান। তিনি আলমননগর ৩ নং ক্যাম্পের মিয়া হোসেনের পুত্র। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি সেখান আকস্মিকভাবে লাইনে গেছেন নাকি ইচ্ছা করেই গেছেন সেটি তদন্ত করা হচ্ছে।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply