স্টাফ করেসপনডেন্ট, রংপুর
বাতায়ন২৪ডটকমঃ রংপুর থেকে সৈয়দপুর রুটে ইউএসবাংলা ট্রাভেলস সাত দিনের মধ্যে বন্ধ করা না হলে পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সাথে গ্রেফতার থাকা শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদককে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে। সোমবার ( ৩১ অক্টোবর) রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটি।
দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বওে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মোটর শ্রমিকের বিভিন্ন স্তরের চালক ও সহকারিরা অংশ নেন। সেখানে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, মহানগর জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কাঞ্চনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মোখলেছুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি কওে বক্তারা বলেন, ইউএসবাংলা ট্রভেলস তারা আকাশে আছে থাকুক। কিন্তু তারাও মাটিতে নেমেছে। রংপুর থেকে সৈয়দপুর রুটে তারা বাস চালাচ্ছে। এতে এই রুটে যাতায়াতকারী সকল কার ও মাইক্রোর ভাড়া নেই। চালকরা না খেয়ে জীবন যাপন করছে। আগামী ৭ দিনের মধ্যে এই বাস চলাচাল বন্ধ করা না হলে পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনে যাবো আমরা।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply