স্টাফ করেসপনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বাংলাদেশ নিযুক্ত নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী রঞ্জন যাদব।
মঙ্গলবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ মেয়রের বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় স্নপালের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী রঞ্জন যাদব ফুল দিয়ে সিটি মেয়রকে শুভেচছা জানান। পরে রংপুর সিটি বিভিন্ন চলমান উন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এসময় রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতেমা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply