স্টাফ করেসপনডেন্ট, বাতায়যন২৪ডটকম।।
রংপুর।। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আগামী ২৭ ডিসেম্বর এই নির্বাচনের তফশিল ঘোষণা করেছে কমিশন।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু জানান, বিএনপি বর্তমান সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের আওতায় কোন নির্বাচনেই অংশ নিবে না। সেকারণে রংপুর সিটি নির্বাচনে বিএনপি অংশ নিবে না। তিনি বলেন, এই সিটি নির্বাচনে আমাদের প্রার্থী ছিল। যেহেতু এই সরকার এবং নির্বাচনের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সেকারণে আমরা এই নির্বাচনে অংশ নিবে না।
ইসি সচিব জানিয়েছেন জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে পরের দিন ৯ ডিসেম্বর। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সব ভোটকেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এখানে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে মাঠে ব্যানার ফেস্টুন টাঙানোসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নেতৃত্বে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পুরো নগরীজুড়ে করা হয় মোটরসাইকেল শোডাউন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ১ জন করে এবং আওয়ামীলীগের ৬ জন প্রার্থী ছাড়াও বিভিন্ন দলের মোট ১৫ জনেরও বেশি মেয়র পদের জন্য প্রচারণা চালাচ্ছেন। ৩৩ টি ওয়ার্ড এবং ১১ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরের জন্য প্রায় ২০০ প্রার্থী ব্যানার, ফেস্টুন, লাগিয়ে উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন।
বাতায়যন২৪ডটকম।।
Leave a Reply