স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক যুবকের মারা গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখনও ৮ জন রোগি আক্রান্ত আছেন হাসপাতালে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, বুলেট জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই সোমবার ভর্তি হন রমেক হাসপাতালে। সেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়। মৃত বুলেট মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের পুত্র।
রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে সোমবার রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী মঙ্গললবার মারা গেছেন। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হযেছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন আছেন।
রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।সবাইকে সাবধানতা অবলম্বনের আহবান জানান তিনি।
Leave a Reply