স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর মতিপ্লাজায় আগুনের ঘটনায় অন্তত ৭ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুনের ভয়াবহ বিস্তার এবং ক্ষতির হাতে রক্ষা পেয়েছে মার্কেটটি। ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ( ১৭ এ্রপিল) বেলা সোয়া তিনটায় নগরীর জাহাজ কোম্পানী মোড়ের মতিপ্লাজার নীচের একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধোয়া দেখার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে ফোন দিলে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ২ টি ইউনিট এসে আগুন নিভাতে থাকে। এর মধ্যে আরও ৮ টি ইউনিট চলে আসে। এসব ইউনিট আসার আগেই ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে ফেলে ফায়ার সার্ভিস। এরমধ্যে ব্যাবসায়ীরা তাদের পণ্য সামগ্রী সরাতে থাকেন। আগুন দেখতে উৎসক মানুষের ভির ঠেকাতে এবং নিরাপত্বায় পুরো এলাকা করে কর্ডন করে পুলিশ। ব্যবসায়ীরা জানিয়েছেন অন্তত ৭/8 টি দোকান আগুন এবং পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১ লাখ টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল ক্ষদিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিস, রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পাওয়া মাত্রই অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা ২ টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যে আরও ৮ টি টিম এসে জড়ো হয়। ১০ মিনিটের মধ্যেই আমরা আগুন এবং পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার ধারণা করছি আমরা। তবে কিভাবে আগুন সূত্রপাত এবং কি পরিমান ক্ষয়ক্ষতি তা পরে জানানো যাবে।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাদ) আবু মারুফ হোসেন জানিয়েছেন,ঘটনাটি জানার সাথে সাথেই সম্ভাব্য সকল ধরণের পরিস্থিতি ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তারা পুরো এলাকা কর্ডন করে নেয়। কারণ এ ধরণের ঘটনা ঘটলেই উৎসুক মানুষের ভির বাড়ে। অনেকেই মালামাল সরিয়ে নেন। সেকারণে আমরা বাড়তি নিরাপত্বা নিয়েছি। ঘটনাটি নাশকতা কিনা সেটি আমরা খতিয়ে দেখা শুরু করেছি।এখন সব কিছু স্বাভাবিক আছে। ব্যবসায়িদের নিরাপত্বায় পুলিশ সদস্যদের পাহাড়া অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানিয়েছেন, ঈদের আগ মুহুর্তের এই ঘটনায় তারা লোকসানের মুখে পড়লেন। কারণ পানিতে অনেক মালামাল নস্ট হয়ে গেছে।সেগুলো শুকাতে হবে। এছাড়াও দোকানের পরিস্থিতিও এলোমেলো হয়ে গেছে। কাস্টমার বসার অবস্থাও নেই। এগুলো ঠিক করতে করতে আজ আগামীকাল ব্যবসা করা যাবে না।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ফায়ার সা র্ভিসের তৎপরতায় আমরা খুশি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকবে সিটি করপোরেশন। তিনি পুলিশকে ক্ষতিগ্রস্তরা দোকান গুছিয়ে না নেয়া পর্যন্ত পাহারা দেয়ার দাবি জানিয়েছেন।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply