স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতয়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড়ের মতিপ্লাজায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও
ডিসি ড. চিত্রলেখা নাজনীনের নেতৃত্বে একটি টিম।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধা সাড়ে ৭ টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান। এসময় তাদের সাথে ছিলেন এডিসি (সার্বিক), রংপুর জনাব এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্সহ ফায়ার সার্ভিস এবং মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি সঠিকভাবে জানতে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর সঠিকভাবে জানা যাবে কারন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
সোমবার বিকেল সোয়া ৩ টায় মতিপ্লাজার নীচ তলার একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ২ দোকান ও একটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।
বাতায়ন২৪ডটকম।। সমামা।।
Leave a Reply