সিনিয়র করেসপন্ডেন্ট,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রংপুর অঞ্চলের জনজীবন । টানা শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে খেয়ে খাওয়া ছিন্নমূল মানুষেরা । দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা । ঘন কুয়াশায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলচল করতে হচ্ছে যানবাহনগুলোকে ।
হাঁসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা । আক্রান্তের শীর্ষে শিশু ও বৃদ্ধরা । তীব্র শীত থেকে রেহাই পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যাও বাড়ছে ।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস । দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস । ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস । সর্বনিম্ন ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর আবহাওয়া অফিস ।
রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ।
বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান ।
তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
মনোয়ার হোসেন বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ফেনীতে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি ।
আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে তিনি জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে । মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে । এছাড়া, আগামী দুইদিনে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply