শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

রংপুর বিভাগের অনেক কমিটির কপাল পোড়ার শংকা ছাত্রলীগের রংপুর মহানগর ও মেডেক্যিাল কলেজ কমিটি বিলুপ্ত, জেলা কমিটি স্থগিত

রংপুর বিভাগের অনেক কমিটির কপাল পোড়ার শংকা ছাত্রলীগের রংপুর মহানগর ও মেডেক্যিাল কলেজ কমিটি বিলুপ্ত, জেলা কমিটি স্থগিত

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগর ও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৪ জুলাই) কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদদের যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রংপুর বিভাগীয় সমাবেশের ১ দিন পর এই ঘটনা ঘটলো। এই বিভাগের আরও অনেক কমিটির কপাল পুড়বে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত তিনটি পৃথক বিবৃতিতে জানানো হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ন হওয়ায় ছাত্রলীগের রংপুর মহানগর ও রংপুর মেডিক্যাল কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অন্যদিকে রংপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় বিবৃতিতে।

ছাত্রলীগের ঘনিষ্টসূত্রগুলো জানিয়েছে, ঈদের আগে নিজ বাড়ি পঞ্চগড়ের বোদা পৌরসভার দক্ষিণ সাতখামার এলাকায় আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তাকে রংপুর বিভাগের প্রতিটি জেলা ছাত্রলীগের কমিটি থেকে ঔদিন সৈয়দপুর বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। তাকে ঘিরে সাজসাজ রব পড়ে যায় বিভাগীয় নগরী রংপুরসহ পুরো বিভাগ জুড়ে। রোববার (২ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর বিভাগের ছাত্রলীগের দ্বায়িত্বে থাকা প্রায় তিনশতাধিক নেতাকে নিয়ে বিভাগীয় ছাত্রসমাবেশ করেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান। সেখানে সাংগঠনিকসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ন তথ্য উঠে আসে। এরই ধারাবাহিকতায় সোমবার( ৩ জুলাই) টাউন হল মাঠে রংপুর জেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও ছাত্র সমাবেশে সাদ্দাম হোসেন কড়া বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে, আমাদের বাগারম্বর ত্যাগ করতে হবে, গ্রপিংয়ের রাজনীতি, ভাইয়ের রাজনীতি বন্ধ করতে হবে। সংগঠনের নাম করে অনৈতিক সুবিধা নেয়ার রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগকে আদর্শিক ভাবে প্রস্তুত করতে হবে।’ সোমবারই রংপুর থেকে ঢাকায় ফিরে পরের দিন মঙ্গলবার ( ৪ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্ত ও স্থগিতের ঘোষণা আসলো। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সূত্রগুলো আরও জানিয়েছে, রংপুর বিভাগের অনেক জেলা, কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং বিলুপ্ত ঘোষণা হতে পারে কয়েকদিনের মধ্যেই। সেক্ষেত্রে সংগঠনের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ড, প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িদের কপাল পুড়ছে। এছাড়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সক্ষম এবং পরিচ্ছন্ন ইমেজের নেতাদের নিয়ে ছাত্রলীগের কমিটি করার দিকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সেক্ষেত্রে গোয়েন্দা রিপোর্টের পাশাপাশী দলীয় রিপোর্ট বিবেচনায় আসবে।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন জানান, যেসব কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব কমিটি নতুন করে করার জন্য বিলপ্ত করা হচ্ছে। আর যেসব কমিটির সাংগঠনিক তৎপরতায় পিছিয়ে, বিভিন্ন অভিযোগ আছে, সেগুলো কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত করা হচ্ছে। ছাত্রলীগকে আরও বেগবান করার জন্য এসব করা হচ্ছে। কারণ আগামী জাতীয় নির্বাচন ছাত্রলীগের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ আমরা একটি বিষয় চাই। সেটি হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্ন এবং প্রত্যাশা পুরণ করার জন্য, আমাদের নিজেদের স্বপ্ন পুরণ করার জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার কোন বিকল্প নেই। আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে। আমরা বারবার বলার চেস্টা করছি, শেখ হাসিনাকেই আবারও নির্বাচিত করতে হবে। আমাদের একটিই রায় সেটি হচ্ছে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনা। সেই সংগ্রামকে যদি সাফল্য মন্ডিত করতে চাই, তাহলে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সুশৃংখল করতে হবে। ছাত্রদের মনজয় করার রাজনীতি করতে হবে। সেটি ছাত্রলীগ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com