শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

রংপুর প্রেসক্লাবের সভাপতি মনা,সম্পাদক লাভলী

রংপুর প্রেসক্লাবের সভাপতি মনা,সম্পাদক লাভলী

 

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোনাব্বর হোসেন মনা এবং সাধারণ সম্পাদক পদে মেরিনা লাভলী নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টায় ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হয়।

দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫ইং) নির্বাচনে ১৩টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন।

অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে আবু তালেব ও মমিনুর ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আবু নাসের বাপী,দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় সিদ্দিকুর রহমান সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কোষাধ্যক্ষ পদে একেএম শরিফুজ্জামান বুলু , ক্রীড়া সম্পাদক পদে জিতু কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরহাদুজ্জামান ফারুক, সদস্য পদে সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সদরুল আলম দুলু,আব্দুর রউফ সরকার ও সাব্বির আরীফ মোস্তফা পিয়াল নির্বাচিত হয়েছেন।

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পতিচালনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com