রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতিকে সাময়িক অব্যাহতি, শোকজ

রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতিকে সাময়িক অব্যাহতি, শোকজ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর

বাতায়ন২৪ডটকম।।রংপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদকে নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা, প্রার্থী মনোনয়নে অনিয়ম এবং ১৪ মাস ধরে কার্যনির্বাহী কমিটির সভা না ডাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার ( ১৯ নভেম্বর) দুপুরে দলটির তলবী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শুধু অব্যাহতি নয়, তাকে ১৫ দিন সময় দিয়ে শোকজ করা হয়েছে।

রংপুর মহানগরীর বেতপট্রিস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত তলবী সভায় সভাপতিত্ব  করেন সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যডভোকেট ইলিয়াস আহমেদ। সভায় সাধারণ সম্পাদক এ্যডভোকেট রেজাউল করিম রাজুসহ সংগঠনের কার্য নির্বাহী কমিটির ৭৫ জনের মধ্যে ৫২ জন উপস্থিত ছিলেন। এসময় সর্বসম্মতি ক্রমে দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড পরিচালনা দল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়। সভায় তাকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে শোকজের সিদ্ধান্ত হয়। শোকজের নোটিশের সন্তোষজনক জবাব না দিলে তাকে স্থায়ীভাবে অব্যাহতি ও দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, মমতাজ উদ্দিন আহমেদ হারাগাছ পৌরসভা এবং রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন বিতর্কিত ব্যক্তি মনোনয়ন দেয়ায় নৌকা মার্কার পরাজিত হয়েছে। এসব কাজ তিনি সরাসরি করেছেন। এছাড়াও সর্বশেষ গত বছর ২১ সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী কমিটির সভার পর আর কোন সভা গত ১৪ মাসে তিনি ডাকেন নি। এতে সংগঠনের সার্বিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। এছাড়াও বিভিন্ন অগঠনতান্ত্রিক কর্মকান্ডের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসব প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের আলোকে তলবিসভা আহবান করে তার বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সভাপতি এ্যডভোকেট ইলিয়াস আহমেদ বলেন, গঠনতন্ত্র বিরোধী বিভিন্ন কর্মকান্ডের কারণে তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে সভায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে দেয়া হয় নি।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com