স্টাফ করসপন্ডেন্ট
মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মুল্য ৭৬ লাখ টাকার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রংপুর কোর্ট ৮৩ টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার।
সূত্র জানায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী এর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লক্ষ টাকা।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ড রোল , বিড়ি ও গুল, ডিবি পুলিশের ইনেসপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।
মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ন চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এটি অব্যাহত রয়েছে। ##
Leave a Reply