সরকার মাজহারুল মান্নান। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর বক্তিয়ারপুর সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় লিটন ও হুমায়ুন নামে দুই নির্মাণ শ্রমিক মারা গিয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, “রংপুর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুরে এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন লিটন(২৩) ও এনামুল(৩২) নামের দুই শ্রমিক। কিন্তু সেখানে অক্সিজেনের অভাবের কারণে দম বন্ধ হয়ে তারা মারা যান। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস এর সহযোগিতায় লাশ উদ্ধার করেছি।
তিনি আরো জানান, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হবে।
বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন, “সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনক ভাবে দুর্ঘটনায় মারা গেছেন তারা”।
Leave a Reply