স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর বাহাদুরসিং এলাকায় বাড়িতে যাওযার চলাচলের রাস্তার জমির বিরোধ নিয়ে সালিশী বৈঠকে রোববার ( ২৬ মার্চ) রাত পৌনে ১২ টায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসাপাতাল ও পুলিশ সূত্র জানায়, রংপুর মহানগরীর ৬ নং ওয়ার্ডের বাহাদুর সিং এলাকার বাসিন্দা নুরুল আমীনের সাথে সোহানুর রহমান হাসুর মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলছিল। এরমধ্যে একদফায় মারামারি ও মামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি সমাধানের জন্য রোববার ( ২৬ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় আবদুস সালামের উঠানে বৈঠক বসে। এতে স্থানীয় অটোমিলসের মালিক সফিয়ার রহমান, নুরুল ইসলাম ডিলার, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানসহ স্থানীয় কৃষকলীগ নেতাসহ এলাকার গণমাণ্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ বৈঠক চলছিল। সালিশ চলাকালীন সময়ে রাতে পৌনে ১২ টার দিকে হাসুর লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চলায় । এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত নুরুল আমীন, লিয়ন, আইয়ুব আলী, সিরাজুল ইসলাম, সোহেল, কহিনুরসহ ১৬ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন মুহুর্তে আরও বড় ধরণের সংঘর্ষের আশংকা বিরাজ করছে এলাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নুরুল আমীনের অভিযোগ, সালিশী বৈঠকে সমাধান না করে উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে হাসু ও তার লোকজন। এরমাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে তারা প্রভাবশালী। তারা আমার জমির ওপর দিয়ে চলাচল করে। অথচ তারা আমিসহ আমাদের পরিবারের লোকজনকে এভাবে মারলো। এর উপযুক্ত বিচার চাই আমি। এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আমি ন্যায় বিচার চাই। আমি মামলার এজহার দায়ের করেছি। মামলা গ্রহন করে দ্রুত আসামীগের গ্রেফতার করা হোক।
হাসুর পক্ষের সৈকত জানান, তারাই আমাদের ওপর হামলা করেছে। আমরা প্রতিহত করেছি মাত্র।
রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম জানান, নিজেদের ভাগিগোষ্ঠির মধ্যে রাস্তা নিয়ে বিরোধ সমাধানের সালিশী বৈঠকে মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা শুনেছি। সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহন করবো।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply