স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।
বাতায়ন২৪ডটকম।। কুমিল্লা বিভাগীয় সমাবেশের প্রচাপত্র বিলি করার সময় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করা নিয়ে রংপুরে বিএনপি-পুলিশের ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির শীর্ষ নেতাসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। মাম লায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান জানান, মঙ্গলবার পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জে লা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলার বাদি হয়েছেন এসআই রফিকুল ইসলাম রফিক। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে এসআই সোহেল রানাকে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিক্ষোভ মিছিলের সময় বিএনপি নেতাকর্মীরা অযাচিতভাবে পুলিশের ওপর ইটপাটেকল নিক্ষেপ করেছে। এতে আমাদেও একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে পুলিশের এই মামলার তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম জানান, আমার একজন রেলেটিভ অসুস্থ্য থাকার কারণে তাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কারণে আমি মঙ্গলবার কর্মসূচি পালন করতে যাই নি। কিন্তু আমার নামে মামলা করা হয়েছে। এরমাধ্যমে প্রমাণিত হয় পুলিশ মিথ্যার ওপর বসতি করেছে। মিথ্যা দিয়ে কখনও সত্য ঢাকা যায় না। কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে আমার নেতাকর্মীর ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে। এখন উল্টো আমি সহ আমার নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবো আমরা।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান লাকু জানান করেছেন, মঙ্গলবার পুলিশ বিএনপির শান্তিপুর্ন বিক্ষোভে লাঠিচার্জ করে বিক্ষোভ পন্ড করে দিয়েছে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে অন্তত আমাদের ১৫ নেতাকর্র্র্মী আহত হয়েছেন। অথচ আমিসহ আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব মিথ্যা মামলা দিয়ে জেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই মামলার প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি জানান তিনি।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply