স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে বিনা পারিশ্রমিকে প্রান্তিক কৃষকের জমির বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির নেতৃত্বে নেতাকর্মীরা সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ডাঙ্গিরপাড়া গ্রামের দোলা এলাকায় এই কার্যক্রম শুরু করেন।
এসময় সেখানকার বর্গাচাষী জয়নাল আবেদীনের ৩৬ শতক জমির বোরো ধান কেটে তা স্থাণীয় মাদরাসা মাঠে মাড়াই করে দেন যুবলীগ নেতা কর্মীরা।
এই কার্যক্রমে খুশি বোরো চাষিরা। বর্গাচাষী জয়নাল আবেদীন জানান, স্থানীয় একজনের জমি বর্গা নিয়ে আমি বোরো লাগিয়েছিলাম। যুবলীগের ছেলেরা এসে আমার জমির ধান কাটা ও মাড়াই করে দিয়েছে। এতে আমি খুব খুশি। কারণ আমার হাতে টাকা নেই। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। শ্রমিকের মজুরীরও বেশি। তাই যুবলীগের এই কাজে আমার অনেক উপকার হয়েছে। তারা যদি প্রান্তিক চাষীদের এভাবে ধান কাটা ও মাড়াই করে দেয়। তাহলে কৃষকরা লাভবান হবেন।
সেখানে উপস্থিত আছিয়া নামের এক গৃহবধু জানান, আমার ধান পেকেছে। টাকা না থাকায় কাটতে পারছি না। শুনলাম যুবলীগের ছেলেরা ধান কেটে দিচ্ছে। সেই জন্য তাদের কাছে এসেছি। তারা আমার ধান কেটে দিলে অনেক উপকার হবে।
রংপুর জেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি জানান, প্রধানমন্ত্রী এবং যুবলীগের সভাপতি -সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা বিনা পারিশ্রমিকে প্রান্তিক চাষীদের ধান কাটা মাড়াই শুরু করলাম। আমাদের এই কর্ মসূচি চলবে। যখনই আমরা প্রান্তিক চাষীর খবর পাবো, সেখানেই গিয়ে ধান কাটা-মাড়াই করে দিবো। এটা আমাদের কোন লোক দেখানো কাজ নয়, প্রান্তিক কৃষকের পাশে দাড়াতে তাদের সহযোগিতা করে আমরা কৃষিকে এগিয়ে নিতে চাই। সেজন্যই এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র জানান, যুবলীগের এই ধান কাটা মাড়াই কার্ যক্রমে আমরা তথ্য এবং মাড়াই উপকরণ দিয়ে সহযোগিতা করছি। এটি ভালো উদ্যোগ। তাদের সাথে কৃষি বিভাগ আছে। ##
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply