স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম,
রংপুরঃ রংপুর জেলা সম্মেলনের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে খাবার বিতরণ নিয়ে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বেলা পৌনে ৪ টার দিকে মঞ্চের পেছনের পশ্চিমপার্শ্বে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা পৌনে চারটায় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে নেতৃবৃন্দ এবং কাউন্সিলরদের নিয়ে রংপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্দেশ্যে রওনা হন নেতৃবৃন্দ। এ সময় খাবার বিতরণ চলছিল স্টেজের সম্মুখভাগসহ পেছন ভাগে। এরই মধ্যে সম্মেলনের হলুদ গেঞ্জি পরিহিত কর্মীদের সাথে খাবার বিতরণ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবলীগের বেশ কিছু মারামারিতে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যানার টানানোর কাঠ এবং বাশ দিয়ে উভয় পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হলুদ গেঞ্জিপড়া কর্মীরা একজন পাঞ্জাবি পড়া কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে তাকে। পরে উপস্থিত নেতৃবৃন্দ উভয় পক্ষকে নিবৃত করেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যপারে সেখানে যুবলীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায় নি।
তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি মাহাফুজার রহমান জানান, সমাবেশের প্রথম অধিবেশন শেষে এ ধরণের একটি ঘটনার কথা শূনেছি। শোনামাত্রই সেখানে পুলিশে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে বিষয়টি মিটে যায়।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply