স্টাফ করেসপনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর মহানগর ও জেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শুভাকাংখী সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেলো রংপুরে।
রোববার ( ৭ এপ্রিল) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে. কর্ণেল গোলাপ হোসেন।
রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম, রংপুর জেলা কমান্ডার পদ প্রার্থী শাহ রেজা মোঃ গোলাম কুদ্দুস, মহানগর ডেপুটি কমান্ডার পদ প্রার্ থী খন্দকার গোলাম কিবরিয়া, মহানগর সাবেক ডেপুটি কমান্ডার জসিম উদ্দিন আহমেদ, বদরগঞ্জের মাহবুবার রহমান, কাউনিয়ার আবুল কালাম, গঙ্গাচড়ার আজিজুল ইসলাম, সদরের গোলাম রব্বানী, তারাগঞ্জের শহিদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে রংপুর মহানগর ও জেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
সমাবেশে মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত এবং অধিকার নিশ্চিত করতে দক্ষ নেতৃত্বকে নির্বাচিত করার আহবান জানান।
বাতায়ন২৪ডটকম।।সমামা।।
Leave a Reply