শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

রংপুরে মাদক নির্মূল কমিটির নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে মাদক নির্মূল কমিটির নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপনডেন্তাট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

মাদকবিক্রেতাদের হামলায় মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির নেতা আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে রংপুরের বুড়িরহাটে।

বৃহস্পতিবার ( ৬ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর ২ নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির আয়োজনে বুড়িরহাট মন্টুর মিল মোড়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশ মহল্লাবাসি। এসময় সেখানে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর গোলাম সরওয়ার মির্জা, বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী, মাদক নির্মুল কমিটির সভাপতি মনজরুল কাদির দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নগরীর ২ নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে গঠিত নির্মুল কমিটি নানারকম সচেতনামুলক কর্মকান্ড পরিচালনা করছে। মাদক বিক্রি করতে নিরুৎসাহিত করা হচ্ছে ব্যবসায়ীদের। প্রতিকার চেয়ে পুলিশ সুপার, ডিসিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে দৃষ্টি আকর্ষনের চেস্টা করছেন তারা। ঠিক তখনই নির্মুল কমিটির কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে গোয়ালু এলাকায় কমিটির অন্যতম প্রবীন সদস্য আশু মিয়ার ওপর হামলা চালিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ি আসাদ, রিনা, রিক্তা জাহিদ, রাজ, টাইগার বাদশা, ফারুক, নেংরা সুলতান, রনজিনা, লাকির নেতৃত্বে একদল দুর্র্বত্তরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে এখনও গ্রেফতার করে নি। ফলে মনে হচ্ছে পুলিশ মাদক কারবারিদের সায়ে যোগসাজ করেছেন। অবিলম্বে তাদের গ্রেফতার করে যথাযথ শাস্তির মুখোমুখি করার দাবি জানান বক্তারা। নইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।

এ ব্যপারে গঙ্গাচড়া থানার ওসি দুলাল মিয়া জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আসামীদের গ্রেফতারে চেস্টা চলছে।

বাতায়ন২৪ডটকম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com