স্টাফ করেসপন্ডেন্ট, রংপুরঃ-
রংপুর মহানগরীর লালবাগ কেডিসি রোড এলাকায় লক্ষ্মী মোহন ছাত্রী নিবাস সে অগ্নিকাণ্ডের ঘটনায় বই পুস্তক, সনদ আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরের এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস রংপুরের সিনিয়র জ্যেষ্ঠ কর্মকর্তা বাদশা মাসউদ আলম জানান, কেডিসির রোডের লক্ষ্মী ছাত্রী নিবাসে আগুন লাগার খবর পাই দুপুর দেড়টায়। আধা ঘন্টার মধ্যে স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি। আগুনে তিনটি রুম এবং ঘরের ভিতরের আসবাবপত্র পুড়ে গেছে।
তিনি জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট বা গ্যাসের লাইন থেকে আগুন লাগতে পারে। কেননা প্রতিটি রুমের গ্যাস সিলিন্ডার ছিল। তদন্ত চলছে এরপরই সঠিক কারণ বলা যাবে।
ছাত্রী নিবাসের মালিক নিধুরাম অধিকারি জানান, দুপুর দেড় টার দিকে হঠাৎ আগুন আগুন চিৎকারে ছুটে আসি। এরপর ফায়ার সার্ভিসে খবর দেই। তিনটি রুমের প্রায় সব পুড়ে গেছে। এই ছাত্রীনিবাসের বেশিরভাগ শিক্ষার্থী এবারে এইচএসসি পরিক্ষার্থী। তাদের বইপুস্তক সার্টিফিকেট জামা কাপড় সহ সবকিছুই পুড়ে গেছে।
Leave a Reply