স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে বৃষ্টি বিঘ্নিত হওয়া সত্বেও উৎসবের আমাদে ঈদ-উল-আজহার নামাজ আদায় করেছেন মুসল্লীরা। বৃহস্পতিবার সকাল ৮ টায় বৃষ্টির কারণে রংপুর মহানগরীতে ঈদ-উল-আজহার প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠের পরিবর্তে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মুফতি কাওসার আহমেদের ইমামতিতে এখানে বিরোধী দলীয় উপ-নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, এডিসি (সার্বিক) ডি ডব্লিউ আবু রায়হান শাহসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। পরে সেখানে সকাল ৯ টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে কারামতিয়া মসজিদ, কোর্ট মসজিদ ছাড়াও রংপুর মহানগরীর তিনশতাধিক এবং জেলার অন্তত ৩ তিন হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
অন্যদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদের নামাজ আদায় করেন কাউনিয়ার বালাপাড়ায়। এছাড়াও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমার রাঙ্গা এমপি ঈদের নামাজ আদায় করেন গঙ্গাচড়ায়।
নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে মহান আল্লার কাছে মুসল্লীরা প্রার্থনা করেন ভোগ নয় ত্যাগের মাধ্যমেই যেন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সবাই একসাথে কাজ করতে পারেন।
এদিকে নামাজ শেষে সবাই পশু কোরবানী দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিকেলে দিকে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার স্বজনদের নিয়ে উৎসবে মেতে উঠবেন নগরবাসি।
Leave a Reply