বদরগঞ্জ সংবাদদাতা:-
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পরিবারের কলহের জেরে অভিমান করে বিষপানে কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আতিয়ার মিয়া (৫০) উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মিয়াপাড়া গ্রামের মৃত আজগর আলী ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা ১০ মিনিটে নিজ বাড়ীর পাশে জাম্বুর মোড় নামক স্থানে বিষ পান করে রাস্তার উপর পরে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকলে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আতিয়ার মিয়ার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ বদরগঞ্জ থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, নিজ বাড়ীর পাশে জাম্বুর মোড় নামক স্থানে বিষ পান করে। স্থানীয় লোকজন ঘটনাস্থ্য থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমবক্সে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি/অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply