স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে চলছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি । নতুন বছরের প্রথম এই কর্মসূচি পালনে রংপুরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে । সকাল থেকে বিভাগের আট জেলা থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন ।
বুধবার (১১ জানুয়ারি) সাড়ে ১১টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে গণঅবস্থান কর্মসূচি শুরু হয় । সাড়ে ১১টায় শুরু হওয়া এই গণঅবস্থান বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে । এতে সভাপতিত্ব করছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু । গণঅবস্থানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাবেক এমপি হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ কী বলল তা দেখার বিষয় নয়, বরং আওয়ামী লীগ কী হরণ করেছে সেটি আদায় করার আন্দোলন চলছে । আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে । বিএনপির ১০ দফার সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা দাবি গণ দাবিতে পরিণত হয়েছে । গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোট চোর সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের হারিয়ে যাওয়া অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে ।
এর আগে, সকালে কর্মসূচির শুরুতেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান পরিবেশন করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাসের শিল্পীরা ।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর তৈরি করা দুটি মঞ্চের সামনে অবস্থান নেন । গ্রান্ড হোটেল মোড় থেকে শাপলা চত্বর এবং দাবানল মোড় পর্যন্ত শত শত নেতাকর্মীরা সড়কে বিছানো কার্পেটে বসে অবস্থান নেন ।
গণঅবস্থানে অংশ নিয়ে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন । কর্মসূচির ফাঁকে-ফাঁকে বক্তব্য দিচ্ছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা । এ সময় বক্তারা বিভিন্নস্থানে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া, বাস থেকে নামিয়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply