স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ জটিলতা নিরসনে রংপুরে শুরু হয়েছে নিবন্ধিত ভোটারদের বায়োমেট্রিক পদ্ধতিতে দশ আঙুলের ছাপ ও আইরিশ গ্রহণ কর্মসূচি।
সোমবার ( ২৭ মার্চ) রংপুর মহানগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। এসময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোঃ রেজাউল করিম, স্থানীয় কাউন্সিলর মাসুদ রানা চান্দু।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি নেয়া হয়েছে। অনেকের আঙুলের ছাপ নিয়ে সমস্যা হয়, এই কর্মসূচির মাধ্যমে তা সমাধান করা হবে। সারাদেশের প্রতিটি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের একটি করে ওয়ার্ডে এক যোগে শুরু হয়েছে এই পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।
প্রথম দিনে ২০১৭-১৮ সালে নিবন্ধিত রংপুর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের ভোটারদের আঙ্গুলের ছাপ ও আইরিশ গ্রহন করা হয়। আগামী তিনদিন চলবে এই কার্যক্রম। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা চলবে কর্মসূচি। ভোটাররাও স্বপ্রণোদিত হয়ে পাইলটিং কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply